মঈন উদ্দিন সরকার | মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানার্থে এক অভ্যর্থনা ও নৈশ ভোজের আয়োজন করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। গত ২৬ মার্চ সন্ধ্যায় হোটেল ক্রাউন প্লাজায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছিমুলি গনি, কাউন্সিলর মাহবুবুল আলম, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, প্রথম সচিব এম এ জলীলসহ দূতাবাসের কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান। দুদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি কুয়েতের মিনিস্টার অব সোশ্যাল অ্যাফেয়ার্স ও লেবার মিনিস্টার অব প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট হিন্দ বার্রাক আল সাবিহ। সে সময় কুয়েতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্য, দেশ-বিদেশের সাংবাদিকসহ প্রবাসী সুধীজনেরা উপস্থিত ছিলেন। এ অভ্যর্থনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার মাঝে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদীর্ঘ করার কথা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
Discussion about this post