আল আমিন রানা, কুয়েত প্রতিনিধিঃ – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখা ও তার প্রদেশ শাখার অঙ্গসংগঠন গত ২৩শে এপ্রিল কুয়েত সিটির রাজধানী হোটেলে। কুয়েত বিএপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির আসনগ্রহন করেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি চুন্নু মোল্লা। জাকির হোসেন গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা। প্রতিবাদ সভায় বিষেশ অতিথি ছিলেন মোঃ হান্নান মুজুমদার,এলডিপি কুয়েত সভাপতি জাফর আহমেদ চৌধুরী (এম.কম) সৈয়দ নওশাদ,মেসবা উদ্দিন সেলিম, আনোয়ার হোসেন মন্টু। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর উত্তর, মহানগর দক্ষিন,হাওয়াল্লী প্রদেশ, জাহরা প্রদেশ,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল,নবাব গঞ্জ বিএনপি কুয়েত শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বক্ততারা বলেন- বেগম খালেদা জিয়ার গাড়িবহরে প্রকাশ্য দিবালোকে যেভাবে ঘৃন্য হামলা করা হয়েছে তা অত্যন্ত নজিরবিহীন ঘটনা। এ হামলার ঘটনায় জাতি আজ উদ্বিগ্ন। ছাত্রলীগের ক্যাডাররা বেগম জিয়াকে হত্যার পরিকল্পনা করেছিল। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন নেতারা।
Discussion about this post