বাংলার বার্তাঃ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ, কুয়েত শাখা (একাংশ)। ২৪শে ডিসেম্বর বৃহঃস্পতিবার রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি আবদুর রউফ মাওলা’র সভাপতিত্বে এবং জাহিদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, জাতীয় পার্টির সাধারন সম্পাদক হযরত আলী মল্লিক, সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদ আলম বাদল, আলিম উদ্দিন প্রমুখ। বক্তারা বক্তব্যে বর্তমান সরকারের প্রশংসা করে বলেন যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলার মাটিতে আরেকটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বর্তমান সরকার। দেশের বাহিরে যারা অবস্থান করছেন তাদের প্রতি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের তনয়া জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে ঐকবদ্ধ আহবান করেন।
Discussion about this post