
পাসপোর্টের মেয়াদ নিয়ে কোন চিন্তার কারণ ছিলোনা কুয়েত প্রবাসীদের। কুয়েত এর রেসিডেন্সি আইনের ১২ এবং ১৫ ধারায় উল্যেখ যাহারা পাসপোর্ট নবায়ন করে কিন্তু ইমিগ্রেশন বিভাগে নিবন্ধন করে না তাদের আইন লঙ্ঘনকারী হিসেবে জরিমানা স্বরূপ প্রতিদিনের জন্য ২ দিনার করে দিতে হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন দূতাবাসে ৮ জনের মত স্টাফ ডাটা আপডেট, ছবি তুলা, স্কেনিং সহ পাসপোর্ট এর বিভিন্ন বিভাগে কাজ করছেন। প্রতিদিন ঢাকায় পাঠিয়ে দিচ্ছেন তাদের কাছে আসা এমআরপি জন আবেদন গুলো, সেটি নতুন বা পুরাতন হউক। সাংবাদিক দূতাবাসে জৈনিক একটি পাসপোর্ট এ ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে নবায়নের জন্য আবেদনকৃত একটি পাসপোর্টের প্রদানের তারিখ দেয়া হয় ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তে। এই ব্যবধান জানতে চাইলে মাহবুবুল আলম বলেন দৈনিক হিসাবে এই সময় ৬০ দিন কিন্তু সরকারি বিভিন্ন ছুটির কারনে হয় চল্লিশ দিন। কারণ দুই মাসে দুদেশের সাপ্তাহিক ও জাতীয় ছুটিটে বাংলাদেশের বিভিন্ন অফিস সহ দূতাবাস বন্ধ থাকবে ২২দিনের মত। বর্তমানে ৪ থেকে ৬ সপ্তাহের মত লেগে যায় একটি পাসপোর্ট বিলি করতে। ঢাকা থেকে তৈরী হয়ে কুয়েতে আসতে যে সময় টুকু লাগে সেটাই তারা নেন, অনেক সময় আগে চলে আসলে তারা ফোন করে গ্রাহক কে জানিয়ে দেন বলে জানান। তিনি আরেক প্রশ্নের উত্তরে বলেন বর্তমান সরকার নতুন পাসপোর্ট ৫ বছরের পরিবর্তে ১০ বছর করার কাজ শীগ্রই শুরু করবে আশা করছেন । সেই জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অব:) বাংলাদেশ সরকারের কাছে কুয়েত প্রবাসীদের সমস্যার কথা বিভিন্ন ভাবে তুলে ধরেন। অনেক প্রবাসী নতুন এই আইন সম্পর্কে জানেন না। তবে বিভিন্ন কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় তারা তাদের শ্রমিকদের পাসপোর্টের বিষটি গুরুত্ব সহকারে দেখছেন। তারাও মনে করেন সবাইকে জানাতে হবে এই সম্পর্কে না হয় আইন লঙ্ঘনকারী হিসেবে গুনতে হবে জরিমানা। এই বিষয়ে শুধু দূতাবাস না সকল সচেতন প্রবাসি সবাইকে জানাতে হবে তারা যেন সম্পুর্ণ দায়িত্ব কোম্পানির উপর না দিয়ে পাসপোর্টের বিষয়ে নিজেও অবগত থাকেন। জনাব মাহবুবুল আলম পাসপোর্ট সচেতনতাবৃদ্ধির লক্ষে দূতাবাস বিভিন্ন প্রচারণা শুরু করেছেন বলে জানান।

কুয়েত সহ অনেক দেশে একটি নতুন ভিসার আবেদন করতে পাসপোর্ট এর মেয়াদ দুই বছর থাকতে হয় না হলে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ডিজিটাল যুগে একটি এমআরপি করতে এই বিরম্বনা, আর যদি কপাল খারাপ হয় কোন সমস্যা হয় তাহলে পাসপোর্ট পেতে যে কি ভোগান্তি সহ্য করতে হয় তা ভোক্তভুগিরা ভালো বলতে পারেণ। বাংলাদেশ সরকারের কাছে কুয়েত প্রবাসিদের দাবী পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা সহ সংশ্লিষ্ট দায়িত্বে থাকা সকলকে প্রবাসীদের পাসপোর্ট গুলো দ্রুততম সময়ে বিলি করার ব্যবস্থা করা।
Discussion about this post