কুয়েত সিটিঃ কুয়েতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি)’র নব কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছে কুয়েতে বিভিন্ন সংগঠন। ১ মার্চ মঙ্গলবার রাতে বিজনেস কাউন্সিল কুয়েত এর প্রধান কার্যালয় মালিয়ায় সংগঠনের সভাপতি মোখাই আলী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আলী খান সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন পাঠোয়ারী ও আতাউল গনি মামুন সহ কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি সেকান্দর আলী, সহ সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ নজরুল, সাংগঠনিক সম্পাদক আলী আবদুল ওয়াহীদ, চট্টগ্রাম সমিতির সভাপতি ও এলডিপি কুয়েত শাখার সভাপতি জাফর আহম্মদ চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আবদুর রউফ মাওলা সহ কুয়েত প্রবাসী নেতৃবৃন্দরা নব কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
সে সময় সংগঠনের সভাপতি মোখাই আলী লুৎফর রহমান বলেন প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমে বিজনেস কাউন্সিল সব সময় প্রবাসীদের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।
Discussion about this post