শেখ এহসানুল হক খোকন কুয়েত থেকেঃ বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখা কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ৪১ তম জাতীয় শোক দিবস পালন করা হয় সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক কে ১৫ ই আগস্টে বিপদ গামী সেনাদের আক্রমণে নিহত হন সপরিবারের মোট ১৮ জন সদস্য তারই আলোকে দেশে বিদেশে জাতির শোক দিবস পালন করা হয়। কুয়েত শাখা আওয়ামীলীগ এর উদ্দকে এক আলোচনা সভা ও দোয়া মহাফিলের আয়োজন করা হয় । উক্ত শোক সভায় আব্দুর রব মাওলা ও ফয়েজ কামালের যৌথ সভাপতিত্তে পতিকৃতিত্তে পুষ্পমাল্য অর্পণ, শহীদের প্রতি দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় । প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নব নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বাংলাদেশ দূতাবাস কুয়েত । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কাউঞ্ছিলর শ্রম্য আব্দুল লতিফ খান , প্রথম সচিব আনিচুজ্জামান বাংলাদেশ দূতাবাস কুয়েত , ইঞ্জিনিয়ার হান্নান ( মুক্তিযোদ্ধা ) , ডঃ শাহাজাহান প্রমুখ। আওয়ামীলীগ নেতা আতাউল গনি মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকলের প্রতি শ্রদ্ধা ও বঙ্গবন্ধুর বদন নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে শেখ আকরামুজ্জামান সভাপতি বঙ্গবন্ধু পরিষদ , শাহানেওয়াজ নজরুল ,বাহার উদ্দিন বাহার নজরুল ইসলাম , মর্শেদ আলম বাদল , নাফিজজাহান, জোয়াদ্দার সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতা ও সঙ্গী জন । বিশেষ করে কুয়েতে আওয়ামীলীগর তিন ভাগে বিভক্তিকরণ বিষয়ে সমাধানের স্থান পরা অনুষ্ঠানে এবং তারই কারনে ঐক্য প্রক্রিয়ার পথ বেছে নেন কুয়েত আওয়ামীলীগ নেতা কর্মীরা সকলে মিলে রাষ্ট্রদূত কে সে বিষয়ে অবহিত করা হলে উপস্থিত সকলের মাঝে পুরনো কমিটি বিলুপ্তি ঘোষণা মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল কমিটি ঘোষণা দেন রাষ্ট্রদূত ঐক্য প্রক্রিয়ার প্রধান রবিউল আলম রবি কে প্রধান ও মাঈন উদ্দিন মাঈন , মনির হোসেন মন্টু ,আজাদুর রহমান আজাদ ,মিজানুর রহমান কে আওয়ামীলীগ কে এক করে ৩১ শে অক্টবারের মধ্যে একটি কমিটি উপহার বা কাউঞ্চিলের মধ্য দিয়ে কুয়েত আওয়ামীলীগ কুয়েত শাখা গঠন কাজ করার আহবান করলে উপস্থিত সকল নেতা কর্মী তা মেনে নেন । রাষ্ট্রদূত তার বক্তবে বলেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে প্রবাসীরা ও একটি নতুন অধ্যায় নিয়ে কাজ করতে পারেন । শোক দিবসে বঙ্গবন্ধু সহ তার আদর্শ রাজনীতি চরিত্র তুলে ধরেন এবং সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন কুয়েত আওয়ামীলীগ অক্কের মাধ্যমে একটি কমিটি গঠন করে সরকারকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুর আদর্শকে আরও পূর্ণ জীবিত করতে পারেন বলে দেন । দোয়া পরিচালনা করেন সায়দুল আলম , নৈশ্য ভোজ শেষে অনুষ্ঠান সমাপ্তি হয় ।
Discussion about this post