বাংলাদেশের ভিসা বন্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছ থেকে কোন নির্দেশনা পাননি-জন বাসভবন বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল তালাল মারাফি
কুয়েত: জন বাসভবন বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল তালাল মারাফি জানান (২০ নম্বর)গৃহ পরিচারিকা পূরুষ ভিসা বন্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছ থেকে কোন নির্দেশনা পান নি। এটি অসত্য বলেও আজ আলরাই পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়। মেজর জেনারেল তালাল মারাফি অভিমত ব্যক্ত করে বলেন কুয়েত শ্রম বাজারে বাংলাদেশী ড্রাইভার ও গৃহপরিচারিকা নিয়োগ বন্ধ না। গৃহক্ষাতে বাংলাদেশী শ্রমিক নিয়োগে কুয়েতি নাগরিকদের নিজস্ব বাড়ি থাকতে হবে এটাই ফ্যাক্টর।।
Discussion about this post