কুয়েত প্রতিনিধি :: কুয়েতে জাতীয় পার্টি ফাহাহিল আঞ্চলিক শাখার অভিষেক নব কমিটি গঠিত হয়েছে। শুক্রবার ১০ ফেব্রুয়ারি সাড়ে ৯ টায় কুয়েতের ফাহাহিল এলাকার বাংলাদেশ হোটেলে কুয়েত জাতীয় পার্টি ফাহাহিল আঞ্চলিক শাখার অভিষেক অনুষ্ঠিত হয়।
ফাহাহিল আঞ্চলিক শাখার নবগঠিত কমিটির সভাপতি আছাদ উদ্দিন হাসানের সভাপতিত্বে ও ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল খালিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি ঢাকা,সভাপতি জাতীয় পার্টি কুয়েত শাখা আলহাজ্ব মাহমুদ আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত আলী মল্লিক, সাধারণ সম্পাদক জাতীয় পার্টি কুয়েত, লুৎফুর রহমান লুদাই,সিনিয়র সহ সভাপতি জাতীয় পার্টি কুয়েত, সুন্দর আলি, সৈয়দ মুহিবুর রহমান, সুন্দর আলি, মো: নাসির উদ্দিন সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি কুয়েত, মো: আব্দুর রশিদ সিরাজ সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি কুয়েত, মো: ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি কুয়েত, মো: আনোয়ার সহ সভাপতি ফাহাহিল শাখা, সাইদুল হক সিনিয়র সহ সভাপতি ফাহাহিল শাখা,প্রতিমা নাথ সহ সভাপতি ফাহাহিল শাখা, জামাল উদ্দিন টিটু সাংগঠনিক সম্পাদক ফাহাহিল শাখা, হারুনুর রশিদ আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি কুয়েত, ফজলুল হক আহবায়ক যুব সংহতি কুয়েত শাখা, আব্দুর রব টিটু সদস্য সচিব যুব সংহতি কুয়েত শাখা প্রমূখ।
অভিষেক অনুষ্ঠানে মোঃ কাউসার আহম্মদ সেলিমের কুরআন তিলাওয়াত করেন এবং সভা শেষে রাতে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post