স্টাফ রিপোর্টার ॥ পবিত্র শবেবরাত পালন উপলক্ষে ময়মনসিংহ শহরের জে.সি.গুহ.রোডস্থ মসজিদুত তাক্বওয়া ও মা‘আরিফুল কুরআন নুরানী হাফিজিয়া মাদরাসা আয়োজিত পবিত্র শবেবরাতের তাৎপর্য ও ফারেগিন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মসজিদুত তাক্বওয়া ও মা‘আরিফুল কুরআন নুরানী হাফিজিয়া মাদরাসার সভাপতি আলহাজ্ব মো: আব্দুল কাইয়ুম (দা:বা:) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক মো: নাজমুল হুদা মানিক এর পরিচালনায় হাফেজ জাফর আহমেদ, হাফেজ মাসুদুর রহমান ও হাফেজ হাসিবুল হাসানকে পাগড়ী প্রদান করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, মসজিদ ও মাদরাসার সভাপতি আলহাজ্ব মাও: মো: আব্দুল কাইয়ুম, মুহতামিম মাও: আবু সাঈদ, মাদরাসার শিক্ষক হফেজ আলী আজগর, হাফেজ বায়েজিদ আহমেদ হাশেম, হাফেজ আশরাফুল ইসলাম, মসজিদ ও মাদরাসা নির্মান কমিটির প্রধান সমন্বয়কারী মো: মিনার হোসেনকে পাগড়ী প্রদান করা হয়। এছাড়া হাফেজদের পিতাকে টুপি ও মাতার জন্য ইসলামী কিতাব প্রদান করা হয়। পাশাপাশি মাদরাসার উত্তীর্ন ছাত্রদের মাঝে নতুন বছরের ছবক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ আমন্তিত মেহমান হিসাবে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, যারা মহান আল্লাহতালার কালাম পাঠ করে ও অপরকে পড়ায় তারা ইহকাল ও পরকালের জন্য নিয়ামত সরূপ। তারা সমাজের সকল অন্যায় দুর্নীতি ও আনাচার থেকে মানুষকে ফেরানোর জন্য সব সময় আহবান করেন। এই মানুষ গুলো না থাকলে সমাজ আরো অন্যায় অনাচার ও দুর্নীতিতে ভরে যেত। সমাজের এসব প্রতিষ্ঠানকে সবসময় সাহায্য সহযোগিতা করে টিকিয়ে রাখতে হবে। সত্যিকার ভাবে এসব প্রতিষ্ঠানেই সত্যিকারের মানুষ তৈরী হয়। সোনার মানুষ তৈরী হয়। তিনি বলেন, কিছু মানুষ ইসলামের মত পবিত্র ধর্মকে কুলষিত করার জন্য উঠে পরে লেগেছে। এই ধর্মের নাম ব্যবহার করে তারা সমাজে বিশৃংখলা ছড়াতে চায়। ইসলামের সাথে জঙ্গিবাদকে জড়াতে চায়। তাদের মনে রাখা উচিত ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। বিশেষ আমন্তিত মেহমান ময়মনসিংহ পৌর মেয়র মোঃ ইকারামুল হক টিটু পবিত্র শবেবরাত উপলক্ষে বলেছেন, সৌভাগ্যের এই রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল¬াহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। পবিত্র শবেবরাত পালন উপলক্ষে ময়মনসিংহ শহরের জে.সি.গুহ.রোডস্থ মসজিদুত তাক্বওয়া ও মা‘আরিফুল কুরআন নুরানী হাফিজিয়া মাদরাসা আয়োজিত পবিত্র শবেবরাতের তাৎপর্য ও ফারেগিন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহের জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু আরো বলেন, শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’ অর্থাৎ সৌভাগ্যের রজনী। ভাগ্য রজনী ও দোয়া কবুলের এই রাতে আল¬াহ সকল মুসলিম উম্মাহর উপর রহমত ও বরকত দান করুক।
মো: নাজমুল হুদা মানিক
ময়মনসিংহ
Discussion about this post