কুয়েতে কুমিল্লা প্রবাসীদের সংগঠন কুমিল্লা প্রবাসী পরিষদ এর উদ্যোগে সুধীজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজধানী হোটেলে ৭ জুন বুধবার সংগঠনের সভাপতি আতাউল গনি মামুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সেলিম ও আলী আবদুল ওয়াহীদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান মোকাই আলী, বাংলাদেশ কমিউনিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সংগঠনের উপদেষ্ঠা নাছের মুর্তজা, সহ সভাপতি হান্নান মুজমদার সহ সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।কুমিল্লা প্রবাসী পরিষদ সম্মানের সাথে তাদের ঐতিহ্য, সংস্কৃতির বিভিন্ন কর্মকান্ড ও দূস্থ্য কুমিল্লা প্রবাসীদের সাহায্যার্থে সব সময় পাশে থেকেছে সব সময় এমনটাই বক্তব্যে বললেন নেতৃবৃন্দ। প্রায় অর্ধশত অতিথির উপস্থিতিতে দৃশ্যটি মিনি বাংলাদেশে পরিনত হয়। সংগঠনের সদস্য জামাল পাটোয়ারী, শাহ করিম, মাসুম, মুসতাফিজুর রহমান, তারেক, আব্দুর রাজ্জাক ভূইয়া, কাজলসহ কয়েকজনের অক্লান্ত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি।
মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া শেষে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অসংখ্য প্রবাসীর উপস্থিতিতে সুশৃংঙ্খল মনোরম পরিবেশে ইফতার অনুষ্ঠনটি সাংগঠনিক ঐতিহ্যের জানান দেয়।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/Banglarbarta” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]
Discussion about this post