মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুয়েত এর উদ্যেগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সার্ক সিটি টাওয়ার হোটেলে ২৯ মার্চ বৃহস্পতিবার রাতে সংগঠনের আহবায়ক আক্তারুজ্জামান মোহাম্মদ সামস এর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি সোয়েব আহমদ, মাঈন উদ্দিন, আবুল হাসেম এনাম, আজিজ উদ্দিন মিন্টু, আব্দুল লতিফ, হুমায়ূন কবির মায়মুন, মোমিন উল্লাহ পাটোয়ারী, রফিক উল্লাহ ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর পর দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয়।
কোরআন শরীফ থেকে তেলোয়াত করেন শাহজাহান সবুজ। বক্তারা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তাঁরা দেশ বিদেশে সকল জিয়ার সৈনিকের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার প্রস্তুতি নিতে আহ্বান করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনম তোহা মিলন, আব্দুল কাদের, মুস্তাফির রহমান, কোরবান আলী, জাহিদুল রহমান, শাহআলম প্রমুখ। আলোচনা শেষে দলীয় ও দেশাত্মবোধক সহ বিভিন্ন গান পরিবেশন করেন জনপ্রিয় প্রবাসী আশরাফুল আলম ।
Discussion about this post