ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী পরিষদ, কুয়েত গঠনকল্পে এক জরুরি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার রাত আটটায় কুয়েত সিটির মালিয়াস্থ প্যানাসোনিক টাওয়ারের ১৫ তলায় এই সভা অনুষ্ঠিত হবে। কুয়েত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীদের নিম্নের সমন্য়কারীদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে । সমন্য়কারী মাসুক ঠাকুর 66105041, মোহাম্মদ জাহাঙ্গীর আলম (দিলিপ) 50881147, হাবিব মোস্তফা 99507832, মোসাহেদ হোসেন ভূঁইয়া 95565585, জাহিদ 51474000।
Discussion about this post