বাংলানিউজ: চিত্রনায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা) জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। রাজধানীর হোটেল সোনারগাঁয় রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। তার সঙ্গে আরো বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় পার্টিতে যোগ দেন। তবে সোহেল রানা আরো আগেই জাতীয় পার্টিতে যোগদান করলেও তা প্রকাশ করা হয়নি। বাংলানিউজের পক্ষ থেকে শনিবার এ বিষয়ে ফোন করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। রোববারের অনুষ্ঠানে সোহেল রানাকে জাতীয় পাটির্র প্রেসিডিয়াম সদস্য হিসেবেও ঘোষণা করা হয়। জাতীয় পার্টি প্রধান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ সময় বলেন, ক্ষমতার দ্বন্দ্েব রাজনীতি হারিয়ে যাচ্ছে। দেশে এখন চরম সঙ্কট চলছে। কলহ ও বিবাদে রাজনীতি হারিয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তন ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। আমরা ক্রমেই প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি। এর পরিবর্তন দরকার। এরশাদ বলেন, আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের চলচ্চিত্র হারিয়ে যাচ্ছে। দেশে অসংখ্য বিদেশি চ্যানেল দেখানো হয়। কিন্তু আমাদের কোনো চ্যানেল সেখানে দেখানো হয় না। এখন ওসব বিদেশি চ্যানেলকে না বলে দেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় পার্টিতে যোগ দেওয়া চিত্রনায়ক সোহেল রানা বলেন, মুক্তিযুদ্ধ আমাদের কিছুই দেয়নি এ কথা ঠিক নয়। আমি নিজের মুক্তিযোদ্ধা পরিচয়কে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি। সোহেল রানা বর্তমান রাজনীতিবিদদের সমালোচনা করে বলেন, অনেকে টক শো আর হোটেলে বসে বিভিন্ন আলোচনা-সমালোচনা করেন। তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে চান না। ওইসব মানুষকে দিয়ে দেশের পরিবর্তন হবে না উল্লেখ করে তিনি ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, আবু হোসেন বাবলা, গোলাম হাবিব দুলাল, চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন প্রমুখ। অনুষ্ঠান শেষে চলচিত্র সংশ্লিষ্ট ১৭ জন অভিনেতা-অভিনেত্রী ও প্রযোজক এরশাদকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
Discussion about this post