বাংলার বার্তাঃ কুয়েতে শুয়োরের মাংস বিক্রি করার দায়ে এশিয়ান দম্পতিকে গ্রেপ্তার করেছে আহমাদী গভর্নরের খাদ্য ও পুষ্টি পরিদর্শন বিভাগ।
স্থানীয় একটি ইংরেজি দৈনিকে ডেইলি আল রাই পত্রিকার বরাত দিয়ে এই খবর ছাপানো হয়। খবরে ঐ দম্পতি কোন দেশের নাগরিক এই পরিচয় প্রকাশ করা হয়নি। তারা বিভিন্ন রেস্টেুরেন্টে হোম ডেলিভারি দিয়ে থাকত ক্রেতাদের অনুরোধের ভিত্তিতে বলে খবরে জানা যায়। পুলিশ সন্দেহভাজনদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে একটি ফাঁদ পেতে তাদের হাতে নাতে গ্রেফতার করে ২৫ কেজি শুয়োরের মাংস সহ। ঐ মাংস পরীক্ষার জন্যে পরীক্ষাগারে পাঠিয়ে নিশ্চিত হয়েছেন কর্তৃপক্ষ যে এগুলো পিগ মাংস ছিল, ঐ মাংস গুলোকে ধ্বংস করা হয়।
কুয়েতে আইনের দ্বারা নিষিদ্ধ খাদ্য বিক্রী করার দায়ে আইন লঙ্ঘনের জন্য ঐ দম্পতিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের কাছে হস্তানন্তর করা হয়।
কর্তৃপক্ষ সকলকে সতর্ক করে বলেন মানুষের খাদ্যের জন্য নিষিদ্ধ বা অনুপযুক্ত খাদ্য দ্রব্য বিক্রয়ের মাধ্যমে কুয়েতে বসবাসরত সকলের স্বাস্থ্যের সঙ্গে যারা ছিন্নভিন্ন করে তাদের বিরোদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
Discussion about this post