কুয়েতে স্থানীয় নাগরিক এবং একজন মিশরীয় ভিসা ব্যবসায়ীকে মানব পাচারের অভিযোগে কুয়েতের ফৌজদারি আদালত যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। একই সাথে একজন সৌদি, দু’জন মিশরীয় এবং একজন সিরিয়ানকে মানব পাচারের জন্য তিন বছরের কারাদণ্ড দন্ডিত করা হয়েছে। তাদের বিরোদ্ধে অভিযোগ একটি কোম্পানির চারশত ভিসা এক হাজার পাচঁশত কুয়েতি দিনার করে বিক্রি করে। বিভিন্ন সমস্যার কারণে ঐ কোম্পানির কয়েক ডজন শ্রমিক মামলা দায়ের করেন। ছোট প্রকল্পে তিন বছরের চুক্তীতে ১৮ নম্বর ভিসায় অস্থায়ী নিয়োগ এসব ভিসা দের হাজার কুয়েতি দিনার বিক্রী করা হয়েছে বলে স্থানীয় সংবাদে উল্লেখ। বিভিন্ন সমস্যার কারনে এসব ভিসায় কর্মি প্রেরণ স্থগিত করে মিশর। কুয়েতে ভিসা কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ যা স্থানীয় আইনে একটি কঠোর অপরাধ । তা যেনেও অনেক প্রবাসী এসব ভিসা কেনা বেচার সাথে জড়িয়ে পরেন। বিশ্বের অন্যতম ধনী দেশ কুয়েতে দ্রুত গতিতে চলছে উন্নয়ন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশটিতে প্রতি বছরই যোগ হচ্ছে নতুন নতুন প্রকল্প। আর এসব প্রকল্পে রয়েছে দক্ষ-অদক্ষ প্রচুর শ্রমিক চাহিদা । এই ভিসা গুলো কুয়েত সরকার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকেন। এই ভিসা নিয়ে একটি চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে উচ্চ মূল্য বিক্রি করে। এদের ফাঁদে পা দিয়ে অনেকে এখানে হয়েছে অবৈধ তেমনি অসংখ্য প্রবাসী হয়েছেন সর্বশান্ত।
Life sentence for selling 400 visas to Expats for KD 1,500 each
সূত্র আরব টাইমস
Discussion about this post