কুয়েতে শুক্রবার থেকে ফ্রাইডে মার্কেট (সুক জুমা) বন্ধ অনির্দিষ্টকালের জন্য। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সংক্রমণের প্রতিরোধে কুয়েতের স্থানীয় পৌরসভা জরুরী এক বিজ্ঞপ্তিতে দেশটির সুক-আল জুম্মা (ফ্রাইডে মার্কেট) বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থানীয় সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। অন্যদিকে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতে বিমান ও গনপরিবহন (পাবলিক বাস) চলাচল বন্ধ রাখার নির্দেশ। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। সাস্থ্য মন্ত্রনালয় থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
সুক জুমা নিয়ে নিউজ ২৪ টিভিতে লাইভে বিস্তারিত তুলে ধরা হয়েছে ২০১৮ সালের ২৪ মার্চ নিচের লিংক টিতে
Discussion about this post