প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক (১) খাইরুল বাশার সাকিব।
সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী একটি এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ কর্মসূচি পালন করেন এ নেতা। এসময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এ বিষয়ে খাইরুল বাশার সাকিব বলেন, “প্রিয় নেত্রীর ৭৪তম জন্মবার্ষিকীতে ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তার দীর্ঘায়ু কামনা করছি। আমাদের নেত্রী আমাদের গর্ব। প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে চলতে পেরে গর্বিত বোধ করছি ।সেই কামনা থেকেই এতিম অসহাদের এক বেলা খাবারের ব্যবস্থা করেছি।”
এসময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতৃবন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post