বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) দায়ের করা মানহানি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অপর তিন আসামি হলেন- পত্রিকাটির প্রকাশক হাসমত আলী, চিফ রিপোর্টার (তৎকালীন) সৈয়দ আবদাল আহমেদ ও সংশ্লিষ্ট রিপোর্টার অলিউল্লাহ নোমান। আজ মঙ্গলবার অভিযোগ গঠনের সময় তারা আদালতে হাজির ছিলেন। ২০০৯ সালের ২৮ অক্টোবর বিটিআরসির পক্ষে প্রতিষ্ঠানটির ডেপুটি ডাইরেক্টর তারেক হাসান সিদ্দিকী ঢাকা সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০৯ সালের ২ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় ‘ভারতীয় কব্জায় বিটিআরসি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে ৫ ভারতীয় নাগরিককে বিটিআরসির উপদেষ্টা নিয়োগ করায় রাষ্ট্রীয় তথ্য পাচার হচ্ছে মর্মে উল্লেখ করা হয়। এছাড়া ৩ অক্টোবর ‘বিটিআরসিতে ভারতীয় নাগরিক নিয়োগ করায় রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকিতে পড়বে, বিশিষ্টজনদের উদ্বেগ’ শিরোনামে আরো একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিটিআরসি’র দাবি, এ প্রতিষ্ঠানের কোনো পদেই ভারতীয় নাগরিক নিয়োগ দেয়া হয়নি বা কর্মরত নেই। যে পাঁচটি পদের উল্লেখ করা হয়েছে সেসবের কোনো অস্তিত্ব নেই। এই সংবাদ প্রকাশ করায় বিটিআরসি তথা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বেলাল হোসেন জসিম, জয়নুল আবেদীন মেজবাহ ও মহিউদ্দিন চৌধুরী।
Discussion about this post