কসবা পৌর এলাকার চড়নাল গ্রামের কসবা প্রেসক্লাবের প্রাক্তণ সভাপতি ওপন্যাসিক, কবি ও চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ আবদুর রকিব স্বপন গতকাল সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে ঢাকার নিউরু সাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আছর চড়নাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকেঁ দাফন করা হয়। এদিকে অধ্যাপক মোহাম্মদ আবদুর রকিব স্বপনের মৃত্যুতে কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান ও সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
Discussion about this post