মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় এর পক্ষ থেকে মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর দেড়টার সময় স্কুল প্রাঙ্গনে মাস্ক বিহীন স্কুলে প্রবেশ নিষেধ ও যশোরের নাভারনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় সড়কের নিরাপত্তা চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইন্তাজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠানটি পালন করা হয়।
এ সময় স্কুলের প্রধান ফটকের বাইরে যশোর -বেনাপোল মেইন সড়কে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে উপস্থিত শিক্ষার্থীরা নো মাস্ক, নো এন্ট্রি, ও নাভারনে সড়ক দূঘর্টনায় বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মোছাঃ শেফা খাতুন(১৪) মৃত্যুতে শোক প্রকাশ করেন।
এসময় উপস্থিত শিক্ষকরা বলেন, সারাদেশের ন্যায় বেনাপোলের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে ‘নো মাস্ক,নো এন্ট্রি, প্রতিপাদ্য নিয়ে স্কুলের সকল শিক্ষক এবং ছাত্রীরা মাস্ক পরে ও ফেষ্টুন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ এনামুল হক, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আল-মামুন ও প্রমুখ।
Discussion about this post