নিজস্ব প্রতিবেদকঃ নিষিদ্ধ ৩৪টি দেশ থেকে গৃহকর্মীদের কুয়েতে প্রবেশের অনুমোদন দিয়েছে কুয়েত মন্ত্রিপরিষদ। সরকারী মুখপাত্র তারিক আল-মুজরিম এর বরাত দিয়ে স্থানীয় আরব টাইমস পত্রিকায় এই খবর প্রকাশিত হয়। খবরে নিষিদ্ধ ৩৪টি দেশ থেকে গৃহকর্মীদের (খাদেম ভিসা) কুয়েতে প্রবেশের জন্য প্রস্তাবিত পরিকল্পনার কথা জানানো হয়েছিল মন্ত্রিপরিষদকে ঐ প্রস্তাব বাস্তবায়নের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রস্তাবিত পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
http://www.arabtimesonline.com/news/the-cabinet-approves-plan-for-domestic-workers-to-return/
Discussion about this post