একজন (রেমিট্যান্সযোদ্ধা ) প্রবাসীর জীবন বাঁচাতে এগিয়ে আসার আহবানঃ
নামঃ রাসেল মল্লিক, পিতাঃছনু মল্লিক, গ্রামঃআন্তা,উপজেলাঃদোহার,জেলাঃঢাকা।
রাসেল একজন রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী প্রায় চার বছর সৌদি আরবে থাকার পর ছুটি নিয়ে দেশে আসে। হঠাৎ করে রাসেল অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেখে জানায় রাসেলের দুটি কিডনি অকেজো হয়ে যাচ্ছে। চিকিৎসক খুব দূরত্ব একটি কিডনি পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। কিন্তুু চিকিৎসা এত ব্যয় বহুল যা পরিবারের পক্ষে সম্ভব নয়। বিধায় হৃদয়বান ও বিত্তবান এবং প্রবাসী সকলের প্রতি আহবান রাসেলের জীবন বাঁচাতে সাহায্য ও তার পাশে দাড়িয়ে সহযোগিতা কামনা করছি।
যোগাযোগঃ ছনু মল্লিক +8801850265039,
Rasel Mollick +8801831732946
CHAINA BEGUM
A/C No.0102050050819
ONE BANK LTD, JOYPARA BR,DOHER,DHAKA.
BIKASH:01707528189
Discussion about this post