গত ২৪ ঘন্টায় কুয়েতে করোনায় আক্রান্ত নতুন শনাক্ত হয়েছে ১৫১৯ জন যা আজ পর্যন্ত কুয়েতে একদিনে সর্বোচ্চ রেকর্ড । শুক্রবার ১৯শে মার্চ ২০২১ ইং তারিখ স্থানীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের সূত্রে এ তথ্য প্রকাশ করেছেন গণমাধ্যম । এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ১,৫১৯ জন, সুস্থ হয়েছে ১,২৭৩ জন এবং মৃত্যুবরণ করেছে আট জন। এই পর্যন্ত মোট আক্রন্তের সংখ্যা ২১৬,৫৮৬ জন। মোট সুস্থতার সংখ্যা ২০০,৮২২ জন। মোট মৃতের সংখ্যা ১,২১০ জন। গত ২৪ ঘন্টায় নতুন নমুনা পরিক্ষা করা হয়েছে ৯,৭৪২ জন, এবং মোট পরীক্ষা করা হয়েছে ১,৯৫১,৬৯১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, ১৪,৫৫৪ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন, ২২৫ জন।
Discussion about this post