শনিবার সকালে ছাত্রলীগ ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম মাজেদ এর নির্দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং শহীদ ধীরন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: এনায়েত উল্লাহ এর নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে ২১ আগস্টে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ২০০৪ সালে আওয়ামী লীগের সেই সমাবেশস্থলে শ্রদ্ধা জানানোর জন্য আজ বেদি তৈরি করা হয়। সকাল থেকেই নেতা-কর্মীরা সেখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন ধীরন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমতিয়াজ শাহরিয়া, ধীরন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল হোসেন শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিব, নজরুল হল শাখা ছাত্রলীগ সভাপতি ইমরান,সহ-সভাপতি নাজমুল হাসান পলাশ এবং শাখা ছাত্রলীগের অনেক নেতা কর্মী।
১৭ বছর আগে এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। সাংবাদিকেরাও আহত হন।
Discussion about this post