আগামীকাল মঙ্গলবার ভারত থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট পরিচালনা করার চুড়ান্ত অনুমতি পেয়েছে ৫ টি এয়ারলইন্স। কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মুম্বাই, চেন্নাই, কোচিন এবং দিল্লি থেকে ফ্লাইট পরিচালনা করবে। আল জাজিরা এয়ারওয়েজ এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল মঙ্গলবার ভারত থেকে কুয়েতে আসবে। বর্তমানে টিকিটের দাম ৩৫০ কেডি থেকে কেডি ৫৫০ পর্যন্ত দেখানো হচ্ছে
সকল ভ্রমণকারীদের স্বাস্থ্য সতর্কতা মেনে চলতে হবে, শুধুমাত্র যাদেরকে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত উভয় মাত্রায় টিকা দেওয়া হয়েছে তাদের বোর্ডে যাওয়ার অনুমতি দেওয়া হবে যদি তারা ৭২ ঘন্টার মধ্যে বৈধ পিসিআর নেগেটিভ পরীক্ষার সার্টিফিকেট বহন করে।
অনুমোদনের জন্য টিকা দেওয়া সার্টিফিকেট MOH পোর্টালে আপলোড করতে হবে, অনুমোদনের পর এটি ইমিউন আবেদনে প্রদর্শিত হবে। ভ্রমণকারীদের ভ্রমণের আগে শ্লোনিক অ্যাপে নিবন্ধন করতে হবে।
Discussion about this post