প্রচন্ড শীত কিংবা ৫০ ডিগ্রি গরমের উত্তাপ বিস্ময়কর বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার মধ্যেও থেমে নেই কুয়েত প্রবাসী বাংলাদেশীদের ক্রিকেট খেলা। তাপমাত্র শীতে শূণ্যের নিচে গরমে ৫০ ডিগ্রির উপরে তাপমাত্র। হঠাৎ বৃষ্টি কখনো ধুলি ঝড় এমন বিস্ময়কর বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার মধ্যেও থেমে নেই কুয়েত প্রবাসী বাংলাদেশীদের ক্রিকেট খেলা। কুয়েতে প্রবাসী ক্রিকেট প্রেমীরা ছুটির দিন গুলো কিছুতেই বৃথা যেতে দেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে খেলা। সর্বোচ্চ তাপমাত্রার দেশটিতে চলটি সাপ্তাহের শুরু থেকে গরমের উত্তাপ কিছুটা কমতে শুরু করেছে। ভোরে উষ্ণ আবহাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
এই বার্তা কুয়েতে প্রবাসী ক্রিকেট প্রেমীদের মাঝে আনন্দের জোয়ারেআনার মতো। শীত আসার পূর্বেই বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত এর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন জানান প্রবাসী বাংলাদেশীদের ২৪টি দলের অংশ গ্রহনে চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। প্রচন্ড গরম উপেক্ষা করেও খেলছেন প্রবাসী খেলোয়াড়রা। মাঠে কিংবা খেলোয়াড়দের মাঝে সব ধরনের সমস্যা সমাধানে সংগঠনের টেকনিক্যাল কমিটি সর্বদা প্রস্তুত থাকেন বলে জানান টেকনিক্যাল কমিটির প্রধান ওমর ফারুক। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন মরুভুমির বালুর মাঠে প্রবাসী বাংলাদেশীদের তৈরী আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে প্রচন্ড গরম উপেক্ষা করে দর্শকদের উপস্থিতি যেমন লক্ষনীয় তেমনি উভয় দলের খেলোয়াড়রাও জয়ের শীরোপা অর্জনে আশাবাদী।
Discussion about this post