নিজের ঢোল নিজে পিটাও – গাজী আবু হানিফ
নিজের ঢোল নিজে পিটাও
নিজের ক্ষুধা নিজে মিটাও
নিজেরই গান নিজে গাও
নিজের নৌকা নিজে বাও
নিজের কাজ নিজে কর
নিজের রশি নিজে ধর
অন্যের আশা ত্যাগ কর
নিজের পড়া নিজে পড়
নিজের পরীক্ষা নিজে দাও
এগিয়ে নিজে আগে যাও
আগে আগে সালাম দাও
নিজ অধিকার কেড়ে নাও
নিজকে নিজে যোগ্য কর
নিজের ধর্মের পথটি ধর
নিজের জ্ঞানে নিজে চল
অন্যায় মিথ্যা পায়ে দল
নিজ শির নিজে কর উচ্চ
মন্দ কালো কর তুচ্ছ
নিজের পায়ে চলতে শিখো
নিজ কলমে নিজে লিখো
নিজ চেতনায় চলো পথ
প্রকাশ করো নিজেরই মত
নিজের লক্ষ্য কর স্থির
শেষে কর উচ্চ শির
নিজে বানাও নিজের নীড়
তবেই তুমি হবে বীর
Discussion about this post