প্রবাসীর কবর – সৈয়দ মুহাম্মদ মোজাহেদ
বুকে আমার রক্ত ক্ষরণ
প্রতিনিয়ত হয়
বলার মতো পাইনি ভাষা
বুকে জমা ভয়।
অনেক টাকা খরচ করে
দিয়েছি পাড়ি বিদেশে
যাহা বেতন দেবার কথা
পাইনি এসে এদেশে।
মাসের পরে মাসগুলোতে
দেয় না বেতন আমায়
বেতন এর কথা বলতে গেলে
কথা শুনায় বেজায়।
বাড়ি থেকে ফোন করে বলে
টাকা পাঠাবা কবে
দোকানে বাকি আছে পড়ে
কখন শোধ করে দেবে।
নতুন বছর এলো এখন
বাচ্চা যাবে স্কুলে
ভর্তির টাকা মনে করে দিও
যাইও না তো ভুলে।
ভিসা এখনো হয়নি নবায়ন
বলি কেমন করে
বের হইনি ঘরের বাহিরে
সদা থাকি ঘরে।
নিজের ব্যাথা নিজের বুকে
করছি দাফন কবে
হাসি মুখে সদা বলি
ভালো আছি এ ভবে।
মায়ের হাসি বাবার স্নেহ
মনে পরে না চোখে
কত যে বছর কেটেছে বিদেশে
ভেবে মরি শোকে।
সকাল সন্ধ্যা খাটুনি করে
দেহ হয়েছে নিথর
প্রবাস এখন আমার জন্য
জ্যান্ত এক কবর ।।
Discussion about this post