করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক কুয়েত। এখনো এই ভাইরাসে কুয়েতে কেউ সনাক্ত না হলেও এই ভেরিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা ভ্যাকসিন বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে কুয়েত। সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরণ বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে। কোন কোন দেশে করোনাভাইরাসের নতুন এই ধরণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে । এই ভাইরাসে কুয়েতে এখনো কোন সনাক্তের খবর পাওয়া যায়নি। কুয়েতে সার্বিক ব্যবস্থা বর্তমানে সাভাবিক নিয়মেই চলছে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতন দেশ কুয়েত। কুয়েতে বাইভ্যালেন্ট কোভিড এর বিরুদ্ধে বাইভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড এর বিরুদ্ধে বাইভ্যালেন্ট ভ্যাকসিনেশন প্রচারাভিযান শুরু করেছে। প্রচারটি দুই ফেব্রুয়ারি থেকে শুরু করে তিন মাস বিনামূল্যে দেওয়া হবে। স্থানীয় কুয়েতি নাগরিক এবং প্রবাসী যাদের বয়স ১৮ বছরের বেশি তারা রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ১৬ টি নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে দেওয়া হবে এই ভ্যাকসিন। সাম্প্রতিক একটি প্রেস বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। এতে আনন্দিত কুয়েত প্রবাসীরা। রেসিডেন্সি কার্ডের ঠিকানার উপর নির্ভর করে যে কোন একটিতে গিয়ে ভ্যাকসিন গ্রহন করার জন্য অনুরোধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় । ( ১-কুয়েত সিটি জেলায় অবস্থানকারীরা শামিয়ার শাইখা ফেতুহ সালমান আল-সাবাহ মেডিকেল সেন্টার, মনসুরিয়ায় জাসেম আল-ওয়াজান মেডিকেল সেন্টার, জাবের আল-আহমাদ মেডিকেল সেন্টার। ২-ফারওয়ানিয়া জেলার বাসিন্ধাদের জন্য ওমারিয়া মেডিকেল সেন্টার, আব্দুল্লাহ আল-মুবারক মেডিকেল সেন্টার, আন্দালুস মেডিকেল সেন্টার, জিলিব আল-শুয়েখ মেডিকেল সেন্টার, ৩-হাওয়ালি জেলার জন্য সালওয়া স্পেশালিজেড মেডিকেল সেন্টার, মাহমুদ হাজ্জি হায়দার মেডিকেল সেন্টার, রুমাইথিয়া মেডিকেল সেন্টার। ৪-আহমাদি জেলার জন্য ফিন্টাস স্পেশালিজেড মেডিকেল সেন্টার, ফাহাহেল স্পেশালিজেড মেডিকেল সেন্টার। ৫-মুবারক আল-কবীর জেলার জন্য আদান স্পেশালিজেড মেডিকেল সেন্টার। ৬-জাহরা জেলার জন্য আল-নাঈম মেডিকেল সেন্টার; আল-আয়ুন মেডিকেল সেন্টার, সাদ আল-আব্দুল্লাহ মেডিকেল সেন্টার ।) বাইভ্যালেন্ট ভ্যাকসিন প্রতিরোধ ক্ষমতা উন্নত করা কোভিড-১৯ এর ক্ষতিকর প্রভাব কমানো সহ এতে সংক্রমণের কারণে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ)তে যাওয়ার মত অবস্থা থেকে রক্ষা করে এবং ওমিক্রন সহ কোভিড-১৯ এর বিভিন্ন স্ট্রেনের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা করে বলে মত বিশেষজ্ঞদের। দেশটির মিশ্রেফে আব্দুল রহমান আল-জাইদ মেডিকেল সেন্টারে ১২ বছর থেকে ১৭ বছর বয়সী যুবক-যুবতীদের জন্য প্রাথমিক এবং বুস্টার ডোজ এখনো দেওয়া হচ্ছে।
Discussion about this post