বাঙালি জাতির গৌরব উজ্জ্বল নক্ষত্র শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। তার মহতি কর্ম ও অবদানের কারণে, তিনি বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন। এই মহা মানবকে স্মরণীয় করে রাখতে দেশ বিদেশে গঠিত হয়েছে স্মৃতি পরিষদ। কুয়েতে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। গতকাল খাইতান মাতাম আরোশে সংগঠনের সভাপতি নাছির হাওলাদার এর সভাপতিত্বে আরিফুল রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম এন এস ইন্টারনেশনাল কোম্পানির এমডি মোহাম্মদ আবদুর রশীদ, বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ , মনদুব জসিম উদ্দীন, মোঃ হানিফ মিয়া, ইকবাল হোসেন, ইলিয়াস চৌধুরী প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
Discussion about this post