নাসরিন আক্তার মৌসুমী: বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে ” ইন এন্ড গো” কুয়েত প্লাজা হোটেল, কুয়েত সিটিতে ৪ই মে রোজ শুক্র হয়ে গেলো ইদ পুনর্মিলনী। ডাঃ বুশরা হাবীব এবং ইঞ্জিনিয়ার মাসুক ঠাকুরের উদ্যোগে পাঁচতারা হোটেলে ২৭টা পরিবার নিয়ে ইদ পুনর্মিলনী আয়োজন করেন। কুয়েত প্রবাসী বাংলাদেশী পরিবারগুলো দলবদ্ধ হয়ে ইদ পুনর্মিলনী এবং শুভেচ্ছা বিনিময় করেন।পরে ফয়েজ কামাল এবং শিল্পীর উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।সবশেষে লটারির মাধ্যমে পাঁচটা পরিবারের মধ্যে উপহার তুলে দেন ডাক্তার বুশরা হাবিব এবং ইঞ্জিনিয়ার মাসুক ঠাকুর। অনুষ্ঠানের শেষে প্রবাসী বাংলাদেশী পরিবারের কল্যাণে বিশেষ বক্তব্য রাখেন অতিথিরা যাতে করে প্রবাসী বাংলাদেশি বাচ্চাদের প্রতি নজরে রাখেন পরিবারগুলোর সদস্যরা । আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ সে কথা ভেবে আপনারা আপনাদের বাচ্চারা কোথায় যায় কার সাথে মিশে অবশ্যই খেয়াল রাখবেন। আয়োজনের শেষ প্রান্তে রাতের খাবারের ব্যবস্থা করা হয়। আনন্দ উৎসাহ উদ্দীপনায় পরিবারগুলো ভিন্ন রকম একটা সন্ধ্যা কাটালো এই ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে।
Discussion about this post