কুয়েত প্রতিনিধিঃ বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রতিবাদ সভা করেছে কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয় আব্বাসিয়ায় ১৭ জুন রাতে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ এবং যুগ্ন সম্পাদক একাত্তর টিভির কুয়েত প্রতিনিধি সাদেক রিপন এর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা নাদিম হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। সভায় প্রেসক্লাবের সহ সভাপতি ও আর টিভির কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন, এসএ টিভির কুয়েত প্রতিনিধি সেলিম হাওলাদার, ডিবিসি টিভির কুয়েত প্রতিনিধি মহসিন পারভেস, আরটিএন এর ব্যাবস্থাপনা সম্পাদক আবুল কাশেম, দৈনিক কাল বেলা কুয়েত প্রতিনিধি আবু বকর সিদ্দিকী, জাগনিউজের কুয়েত প্রতিনিধি জিসান মাহমুদ, কুয়েত প্রতিনিধি মোহেন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গির খান পলাশ প্রমুখ।
Discussion about this post