দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিদেশেও সবাই ঐক্যবদ্ধ হতে আহ্বান করেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। কুয়েতে বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান কুয়েত প্রবাসীদের বিভিন্ন সাংগঠনের মাধ্যমে কোন্দল বা বিশৃঙ্খলা না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান করেন। সে সময় তিনি বাংলাদেশ কমিউনিটির নামে সকল ধরনের অনুষ্ঠান ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত নিষিদ্ধ ঘোষনা করেন। অনুষ্ঠানে তিনি কুয়েত প্রবাসী সকল বাংলাদেশীকে স্থানীয় আইন কানুন মেনে চলার নির্দেশনা প্রদান করেন। দেশের সুনাম অক্ষুন্ন রাখতে এবং দেশের উন্নয়নে শোক কে শক্তিতে পরিণত করতে আহ্বান করেন প্রবাসীদের।
দিবসটি উপলক্ষে সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করন, বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দিবসের উপর প্রেরিত বাণীসমূহ পাঠ, ভিডিও চিত্র প্রদর্শনী, উন্মুক্ত আলোচনা ইত্যাদি। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় প্রবাসীরা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সহ প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, মিনিষ্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন, প্রথম সচিব ও কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা, মোঃ ইকবাল আখতার, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, সোনালি ব্যাংক প্রতিনিধি লুতফর রহমান, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর কান্ট্রি ম্যানেজার আবু বক্কর ছিদ্দিকী সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনিতীক সংগঠনের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post