সমগ্র বিশ্বব্যাপী পরিবেশের ভারসাম্য আজ টালমাটাল। কোথাও অতি বৃষ্টি, কোথাও অনাবৃষ্টি। কোথাও খরা, কোথাও অতি উষ্ণতায় গরমে মানুষের চরম অবস্থা। এ ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের বাঁচার জন্য অক্সিজেন দেয়, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, বৃক্ষ আমাদের জীবনের অনেক অপূর্ণতাকে পূর্ণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষার আন্দোলনে সামিল হয়ে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা শাহ করিমের পরিচালিত আল খলিফা এন্টারপ্রাইজের সার্বিক তত্ত্বাবধানে ও উদ্যোগে, কুমিল্লা রোটারী ক্লাব অব লাইমাইয়ের সহযোগিতায় গত ০২ সেপ্টেম্বর ২০২৩ইং রোজ শনিবার চাপাপুর, (হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা সংলগ্ন খালের পাড়), কুমিল্লায় এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও আবেগীয় মোনাজাত পরিচালনা করেন আল খলিফা ফাউন্ডেশনের সন্মানিত পরিচালক জনাব আলহাজ্জ্ব মো: খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন রোটারি জেলা ৩২৮২ এর ডিপুটি সেক্রেটারি ও ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রোটাঃ মামুনুর রশীদ মামুন, বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর সাবেক প্রেসিডেন্ট রোটাঃ জাকির হোসেন, রোটাঃ আবুল হোসেন ছোটন,রোটাঃ শেখ সোহরাব উদ্দিন রাজিদ,রোটাঃ মোহাম্মদ শাহাজাহান, বর্তমান প্রেসিডেন্ট রোটাঃ আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মাজহারুল ইসলাম। আরো উপস্থিতি ছিলেন রোটাঃ মাজহারুল হক মিয়াজি, রোটাঃ আমানত উল্লাহ, রোটাঃ ইকবাল বাহার, রোটাঃ এ্যাডঃ ইলিয়াস মিন্টু, রোটাঃ ফারুকুল ইসলাম, রোটাঃ তোফাজ্জল হোসেনসহ রোটারেক্টর, ইন্টারেক্টরের সদস্যবৃন্দ। আরো উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করেছেন সর্ব জনাব আমিনুল ইসলাম মুন্না, গোলাম মুর্তজা, আবদুল্লাহিল বাকি, আনিস, জুজু মিয়া, গাউস, নাইম, আলাউদ্দিন, মতিন, সাইফ, সুমুন বাঙালি সহ সামাজিক ও বন্ধু সমাজের অনেক গুনী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে শাহ করিমের মাদ্রাসা পড়ুয়া সুযোগ্য সন্তান শাহ আল আমীন সামি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রোটাঃ এ ডি এম এনামুল হক জুয়েল ও জসিম আহমেদ। সকল অতিথির বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, গাছ লাগান এবং এর পরিচর্যা করুন। প্রতি জনে একটি করে গাছ লাগালে বছরে কোটি কোটি গাছ হবে এবং এক সময় সবুজে সবুজে ভরে যাবে আমাদের এ পৃথিবী। আমরা ও পরবর্তী প্রজন্ম পাবে একটি নিরাপদ বাসযোগ্য শান্তির পৃথিবী। আসুন আমরা স্লোগান দেই, ” দেশের বায়ু দেশের মাটি,
গাছ লাগিয়ে করবো খাঁটি।’ বৃক্ষ রোপন শেষে অনুষ্ঠান আয়োজক শাহ করিম এর ব্যবস্থাপনায় আনন্দঘন পরিবেশে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়। এ গরমে সবার সরব উপস্থিতির কারণে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Discussion about this post