শাহ করিমঃ দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ শিক্ষা জীবনের এই প্রবাদটি অনেকেই বাস্তবতায় প্রমানিত করেছেন। কুয়েতে কুমিল্লার প্রবাসীরা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত করে কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন। এই সংগঠনের সদস্যরা প্রবাসেও দৃষ্টান্ত সৃষ্টি করেছেন যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে সাফল্য আসে। ১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার কুয়েতের আব্বাসিয়ায় আরোজ দামাস্কাস রেস্টুরেন্টে কুয়েতের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার ২৫ বছর উদযাপন উপলক্ষে সংস্থার সম্মানিত সদস্যদের “প্রবাসী রেমিটার যুদ্ধা সম্মাননা স্মারক” প্রদান করেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আ ক ম আজাদ,সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বাদেশিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আলমগীর হোসাইন। ১৯৯৭ সালে কুয়েতে প্রতিষ্ঠিত কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার প্রবাসী রেমিটারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন চরাই উতরাই পেরিয়ে ২৫ বছর অতিবাহিত করে সংগঠনের তথা সকল সদস্যদের সফলতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি নুরুল আমিন নুর, হাফেজ আব্দুল আউয়াল,মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ করিম প্রমুখ।
দীর্ঘ ২৫ বছর সংগঠনে থেকে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখেছেন সে সব সদস্যের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক “রেমিটারস যুদ্ধা সম্মাননা স্মারক ২০২৩” প্রদান করা হয়, এই সম্মাননায় ভূষিত হন আ ক ম আজাদ, হাফেজ মোহাম্মদ আবদুল আউয়াল,মোহাম্মদ আমির হোসেন মজুমদার, মোঃ মহিউদ্দিন মজুমদার, মোহাম্মদ আবু হানিফ, মাওলানা লিয়াকত আলী, মোঃ আবুল কালাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ মফিজুল ইসলাম। শেষে সকল প্রবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Discussion about this post