কুয়েতে জাতীয় ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারি ঘোড়া জিতল দামি গাড়ী, জয়ী ঘোড়ার পরিচর্যার দায়িত্বে ছিলেন বাংলাদেশী। এ জয় যেন বাংলাদেশের। কুয়েতের নাগরিকদের ঐতিহ্যবাহী খেলার মধ্যে খেলা ঘোড়া দৌড়, উট দৌড় অন্যতম। কুয়েতের বিভিন্ন স্থানে রয়েছে বেশ কয়েকটি রেসিং মাঠ। এসব মাঠে শীত মৌসুমে ছোট বড় অসংখ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। হান্টিং এন্ড একস্ট্রিং ক্লাব কর্তৃপক্ষ এসব প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বিভিন্ন প্রতিযোগিতায় সকল চ্যাম্পিয়ন ঘোড়োদের নিয়ে কুয়েতে জাতীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। এসব প্রতিযোগিতায় জয়ী ঘোড়ার মালিকদের জন্য নামি দামি গাড়ী সহ থাকে নানা পুরস্কার। এসব পুরস্কার দেওয়া হয় কুয়েতের বিশিষ্ট ব্যাক্তিদের নামে। কুয়েতে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চৌদ্দটি ঘোড়া নিয়ে এবছর কুয়েতে জাতীয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় তেরটি চ্যাম্পিয়ন ঘোড়াকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করে জয়ের শিরোপা মরহুম ইউসুফ রশিদ ব্রসলির গাড়ীটি প্রথম পুরস্কার হিসেবে অর্জন করে ইঞ্জিনিয়ার হামেদ আল মোতায়েরীর ঘোড়া। বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অংশগ্রহনকারী এসব ঘোড়ার দেখভালের দায়িত্বে থাকে বিভিন্ন দেশের অভিবাসীরা। এবারের প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারি ঘোড়ার দেখভালের দায়িত্ব ছিল বাংলাদেশী।
তাই এই বিজয় যেন শুধু কুয়েতের নয় বাংলাদেশেরও। তাইত আনন্দিত প্রবাসীরা। কুয়েতে প্রবাসী বাংলাদেশীরা তাদের শ্রম, মেধা, সততার মাধ্যমে দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশের সুনাম ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Discussion about this post