মাননীয় শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ কুয়েতের আমির হিসাবে জাতীয় সংসদের সামনে সংবিধানিক শপথ গ্রহণ করেছেন
মহামহিম আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ সংবিধানের অনুচ্ছেদ ৬০ অনুসারে জাতীয় পরিষদের বিশেষ অধিবেশনে সাংবিধানিক শপথ গ্রহণ করেন।
মহামহিম আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ উচ্চারণে সর্বশক্তিমান আল্লাহর উপর শপথ করেন । রাষ্ট্রের সংবিধান ও আইনকে সম্মান এবং জনগণের স্বাধীনতা, স্বার্থ ও অর্থ রক্ষা করা এবং জাতির স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার শপথ করেন।
HH Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah takes the constitutional oath before the National Assembly as Amir of Kuwait. His Highness the Amir Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah took the constitutional oath in the special session of the National Assembly, in accordance with Article 60 of the constitution.
His Highness said in the sublime pronouncement, “I swear by God Almighty to respect the constitution and the laws of the state and defend the people’s freedoms, interests and finance, and safeguard the nation’s independence and territorial integrity.”
According to Article 60 of the constitution, “the Amir before exercising his powers, shall took the oath in a special session of the National Assembly.”
Yesterday, the Amiri Diwan mourned with great sadness and sorrow to the Kuwaiti people, the Arab and Islamic nations, and to the friendly nations the death of the late His Highness, the Amir of Kuwait, Sheikh Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah.
Discussion about this post